কণ্ঠশিল্পী মনির খানের বাবা আর নেই

2 days ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ২১ জানুয়ারি ২০২৫  

কণ্ঠশিল্পী মনির খানের বাবা আর নেই

বাবা মাহবুব আলী খানের (বাঁয়ে) সঙ্গে ছেলে মনির খান

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ১০৩ বছর।

মনির খানের ভাগ্নে মঞ্জুর হাসান টুটুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্জুর হাসান টুটুল বলেন, “বার্ধক্যজনিত কারণে নানা (মাহবুব আলী খান) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। এক মেয়ে ও চার ছেলের জনক ছিলেন তিনি। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সবাই আমার নানার জন্য দোয়া করবেন।”  

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম বলেন, “মাহবুব আলী খানের জানাজা বুধবার সকাল ১১টায় নিজ গ্রাম মদনপুরে অনুষ্ঠিত হবে। সেখানে তাকে দাফন করা হবে।”

মনির খান গত কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন। একক অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

Read Entire Article