ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:২১, ২২ জানুয়ারি ২০২৫
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উপজেলা যুবদলের সদস্য সচিবসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কালীপুর চরে সংঘর্ষ হয়।
এ ঘটনায় আজ সন্ধ্যায় অষ্টগ্রাম থানায় আহতের এক স্বজন অভিযোগ দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউসারুল আলমের পরিবার কালীপুর চরের প্রায় চার একর জমি লিজ নিয়ে ৪০ বছর ভোগদখল করে আসছেন। সম্প্রতি এ জমি জোর করে দখলে নেওয়ার চেষ্টা করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাঈদ আহমেদ ও তার লোকজন। আজ সকালে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সালিশ হওয়ার কথা ছিল। সালিশে কাউসারুল আলমের পক্ষ হাজির হলেও সাঈদের লোকজন চলে যায় জমি দখল করতে। এতে কাউসারুল আলম পক্ষের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমানসহ উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, এ ঘটনায় আহতের স্বজনের অভিযোগ পেয়েছেন। তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
ঢাকা/রুমন/বকুল