খুমেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২২ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৪২, ২২ জানুয়ারি ২০২৫

খুমেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আটক ভুয়া চিকিৎসক মেহেদী হাসান।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে এস এম মেহেদী হাসান ওরফে পিয়াল নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে। পরবর্তীতে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক মেহেদী হাসান সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে মঙ্গলবার রাতে মেহেদী হাসপাতালের একটি ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয়। একপর্যায়ে তাকে অহেতুক ঘোরাফেরা কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেয়। পরবর্তীতে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটকে রাখে। এ সময়ে তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেহেদীকে থানায় সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/নুরুজ্জামান/ইমন

Read Entire Article