জলসার আলু ঘাটি খাওয়া নিয়ে মারামারি, দু’পক্ষের মামলা

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বগুড়ার শাজাহানপুরে ইসলামী জালসায় দেওয়া আলু ঘাটি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় পৃথক মামলা করেছে দুপক্ষ।

জানা যায়, গত শুক্রবার উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া দাখিল মাদরাসা মাঠে ইসলামী জালসায় এলাকার লোকজনকে খাওয়ানোর জন্য আলু ঘাটির ব্যবস্থা করা হয়। রাত ৩টার দিকে জোকা গ্রামের আব্দুল খালেকের ছেলে আরিফুল ইসলাম, তাজুল ইসলাম ও আব্দুল মমিন ফুত্তু আলু ঘাটি বেশি নিতে জবরদস্তি করেন। এসময় একই এলাকার আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকনসহ কয়েকজন বাধা দেন। একপর্যায়ে তারা কয়েকজন মিলে আতিকুর ও তরিকুলসহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করে।

এ ঘটনার জেরে সোমবার (২০ জানুয়ারি) স্থানীয়রা তাজুল ও আব্দুল মমিন ফুত্তুর উপর হামলা করে। এসময় তাজুল দৌড়ে পালালেও আব্দুল মমিন ফুত্তু মারধরের শিকার হন। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

মারামারির ঘটনা তুলে ধরে মঙ্গলবার (২১ জানুয়ারি) থানায় অভিযোগ করেন আতিকুর।

অপরাদিকে মাদক ব্যবসায় বাধার অভিযোগে সোমবার থানায় মামলা করেন আরিফুল। ঘটনা ভিন্ন খাতে নিতে মাদক ব্যবসার বিষয়টি আনা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরিফুল ইসলাম বলেন, প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী হওয়ায় এলাকার যুব সমাজ তাদেরকে সঙ্গে নিতে অসম্মতি জানায়। এ নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, দুপক্ষই অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এল.বি/এএইচ/এমএস

Read Entire Article