ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাজনৈতিক মননশীলতা উচ্চ পর্যায়ে নিতে নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বই পড়ার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, জিয়াউর রহমানের সততা, সঠিক আচরণ ও নৈতিকতার বিষয়গুলো বেশি বেশি তুলে ধরা দরকার। এগুলো যখন একজন কর্মী জানবেন, গর্বে তার বুক ভরে উঠবে।
সোমবার (২০ জানুয়ারি) গুলশান কার্যালয়ে বিএনপির ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, জিয়াউর রহমানকে যখনই দেখেছি, বই পড়তে দেখেছি। উনি কোথাও সফরে গেলে বই পড়তে পড়তে যেতেন। তাকে সব ক্ষেত্রে বই পড়তে দেখেছি। রাজনৈতিক মননশীলতার উচ্চ পর্যায়ে যেতে বই পড়ার বিকল্প নেই। উনি সেটাই ভাবতেন।
জিয়াউর রহমানের সততার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওনার (জিয়াউর রহমানের) ছোট ভাই পর্যটন কর্পোরেশনে চাকরি করতেন। বিভাগের চেয়ারম্যান তার ভাইকে ডাবল দিয়ে প্রমোশন দিয়েছিলেন। এটি জিয়াউর রহমান জানার পর পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানকে বলেন, যাকে ডাবল প্রমোশন দিয়েছেন তাকে চেনেন? চেয়ারম্যান বলেন, জানি, উনি রাষ্ট্রপতির ভাই, তাই দিয়েছি। তখন জিয়াউর রহমান বলেন, এখনই প্রমোশন বাতিল করুন।
হুমায়ুন আহমেদের লেখার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান খুবই সাদাসিধে জীবনযাপন করতেন, খাবারও খেতেন সাদাসিধে।
এ সময় রিজভী আরও বলেন, জিয়াউর রহমানের যত গভীরে ঢুকব, ততই আমাদের মন-মনন উচ্চ পর্যায়ে যাবে।
কেএইচ/এএমএ/এমএস