টেলিগ্রামের নতুন ৩ ফিচারে যেসব সুবিধা পাবেন

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। ব্যবহারকারীদের চ্যাট এবং তথ্যের নিরাপত্তায় টেলিগ্রাম নানান ফিচার যুক্ত করেছে।

অ্যাপটিতে যুক্ত হয়েছে আরও ৩ ফিচার। যা অ্যাপটির ব্যবহারকে আরও সহজ ও নিরাপদ করেছে। ফিচারগুলোর সম্পর্কে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

১. ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশন

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অডিও রেকর্ডিংগুলোকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে রূপান্তর করতে পারবেন। আগে এটি শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল, তবে এখন সব ব্যবহারকারীই এই সুবিধা উপভোগ করতে পারবেন। তবে ফ্রি ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে দুটি ট্রান্সক্রিপশন করতে পারবেন।

সিমিলার চ্যানেলস

এই ফিচারের মাধ্যমে টেলিগ্রাম ব্যবহারকারীরা তাদের পছন্দের ভিত্তিতে প্রাসঙ্গিক পাবলিক চ্যানেলের সুপারিশ পাবেন। এটি ব্যবহারকারীদের বয়স, অবস্থান, লিঙ্গ এবং পছন্দের ওপর ভিত্তি করে সমমনা ব্যক্তিদের একই প্ল্যাটফর্মে আনতে সহায়তা করে।

স্টোরি মেট্রিক্স ও রিপোস্ট

নতুন আপডেটে স্টোরি মেট্রিক্সের পারফরম্যান্স অ্যানালিটিকস ভিউ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের তাদের শেয়ার করা স্টোরিগুলোর ভিউ সংখ্যা ও পারফরম্যান্স সম্পর্কে ধারণা দেবে। এছাড়া, অন্য ব্যবহারকারীদের স্টোরি পুনরায় পোস্ট করার সুবিধাও যুক্ত করা হয়েছে, যেখানে টেক্সট, অডিও বা ভিডিও বার্তা যোগ করা সম্ভব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

Read Entire Article