ট্রমার মধ্যে থেকেও শিক্ষার্থীরা ভালো করেছে

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলেছেন, কোনো একটা ফ্যামিলিতে যদি কেউ নিহত হয় তাহলে তার প্রভাব সেই পরীক্ষার্থীর ওপর প্রভাব পড়ে। পরীক্ষা মাঝে আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত হয়েছে, নিহত হয়েছে, শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে ছিল, এই ট্রমা থেকে বের হয়ে আবার পুনরায় পরীক্ষায় বসা ওদের জন্য অনেকখানি কঠিন ছিল। তবুও আমরা প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পেয়েছি।

মঙ্গলবার ১৫ অক্টোবর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নিজ কার্যালয়ে সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

অটো পাসের বিষয়ে তিনি বলেন, অটো পাস এদের জন্য প্রযোজ্য না। অটো পাস ছিল কোভিডে। কারণ তারা ৭টি পরীক্ষা দিয়েছে। সব বিভাগেই তাদের কম্পালসারি সাবজেক্টে পরীক্ষা দিয়েছে। তারা পড়াশোনায় ছিল। তাদেরকে আমরা এই ধাপে ফেলবো কেনো। যারা অটো পাস বলবেন তারা ভুল বলবেন।

ফেল করা শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ফেল হতেই পারে। এখানে অনেক ক্ষেত্র বিবেচনা করা হয়। কিছু সময় ভাগ্য সহায় হয় না।

জানা গেছে, রাজধানীর বিখ্যাত এই স্কুলটিতে ২৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এতে পাস ২৫৩৫ করেছেন। ফেল করেছেন ২৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭৩৭ জন।

আরএএস/এসএনআর/জিকেএস

Read Entire Article