ট্রেনের আঘাতে আহত হাতির চিকিৎসার ব্যবস্থা করেছে বন বিভাগ

1 day ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঢাকা-কক্সবাজার রেললাইনে ট্রেনের আঘাতে আহত বন্য হাতিটির চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশে হাতিটির নিরাপত্তা এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

পরিবেশ মন্ত্রণালয় গঠিত সাফারি পার্কের চিকিৎসা দলের নেতৃত্বে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইনসেস ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার বিবেক চন্দ্র সূত্রধর।

তার পরামর্শ অনুযায়ী সাফারি পার্কের ভেটেনারি অফিসার, তার সহকারী এবং দুজন মাহুত আহত হাতিটির চিকিৎসা অব্যাহত রেখেছেন।

হাতিটিকে সাফারি পার্কে স্থানান্তরের জন্য ক্রেনসহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে হাতির কাছাকাছি প্রায় ২০০ মিটার এলাকায় গভীর পানি থাকায় এবং টানা বর্ষণে মাটি নরম থাকায় ক্রেন কিংবা কোনো যান পৌঁছাতে পারছে না।

এ ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ রিলিফ ট্রেনের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আইএইচআর/জেডএইচ/

Read Entire Article