ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:৩১, ২২ জানুয়ারি ২০২৫
০, ০, ৫— ফরচুন বরিশালের তামিম ইকবাল, ডেভিড মালান ও মুশফিকুর রহিমের রান। খুলনা টাইগার্সের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে তাদের স্কোরবোর্ডের চিত্রটা ছিল এরকম ১৬/৩।
তামিম ইকবাল ও ডেভিড মালানকে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ দেন মেহেদী হাসান মিরাজ। এবারের বিপিএলে দ্বিতীয়বার তামিমের এমন কিছুর তিক্ত অভিজ্ঞতা হলো। সব মিলিয়ে বিপিএলে অষ্টম। মুশফিকুর রহিম একটু পরই রান আউট।
শুরুর সেই বিপর্যয় সামলে বরিশালের ২০ ওভার শেষে রান ১৬৭/৯। বুঝতে বাকি থাকার কথা না, মিডল ও লেট অর্ডারের ব্যাটে ভর করে বরিশাল সম্মানজনক স্কোর তুলেছে খুলনার বিপক্ষে। ওপেনিংয়ে তাওহীদ ৩০ বলে ৩৬ রানে ফেরার পর মিডল অর্ডারে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ।
পরিস্থিতি সামলে যেভাবে উইকেট আগলে রেখেছেন তাতে বাহবা পেতেই পারেন এই ব্যাটসম্যান। বিপর্যয়ে প্রতি আক্রমণে গিয়ে তার সহজাত ব্যাটিংয়ে এগিয়ে যায় বরিশালের রানের চাকা। জিয়াউর রহমানের বলে আমের জামালের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪৫ বলে ৫০ করেন ৩ চার ও ২ ছক্কায়।
অষ্টম উইকেটে তাকে সঙ্গ দেন রিশাদ হোসেন। ২৮ বলে ৪৭ রানের জুটি গড়েন দুজন। তাতে বরিশালের স্কোরবোর্ডের চিত্র পাল্টে যায়। শেষ ৪ ওভারে ৬১ রান পায় বরিশাল। যার পুরোটাই কৃতিত্ব রিশাদ হোসেনের। এসেই জিয়াউর রহমানকে তিন চার হাঁকান রিশাদ। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ১৯ বলে ৩৯ রান করেন রিশাদ। ৫ চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ২০৫ স্ট্রাইক রেটের ইনিংসটি। শেষ ওভারে তানভীর ১টি করে চার ও ছক্কায় ১২ রান বরিশালের পুঁজিতে রাখে বিরাট অবদান।
খুলনার বোলিং ছিল দারুণ। শেষ দিকে কিছু রান বাড়তি হলেও বরিশালের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন তারা। ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন অধিনায়ক মিরাজ। ২ উইকেট নেন সালমান এরশাদ।
চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল