দুর্দান্ত কামব্যাকে ম্যানসিটিকে খাদের কিনারায় ছুড়ে ফেললো পিএসজি

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের ৫৩ মিনিট পর্যন্ত ২-০ তে পিছিয়ে ছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেখান থেকে দুর্দান্ত কামব্যাকে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিকে ৪-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে ফ্রান্সের ক্লাবটি।

বুধবার রাতে পিএসজির কাছে বাজেভাবে হেরে চ্যাম্পিয়ন্স লিগে খাদের কিনারায় চলে গেছে ম্যানসিটি। টেবিলের ২৫তম স্থানে নেমে গেছে পেপ গার্দিওলার দল। পরের রাউন্ডের যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের থাকতে হবে সেরা ২৪ দলের মধ্যে। অর্থাৎ টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি এক ম্যাচে তাদেরকে জিততেই হবে। সে হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকাই এখন অনিশ্চিত ম্যানসিটির।

পিএসজির ঘরের মাঠে পার্ক দেস প্রিন্সেসে বুধবার ৫০ মিনিটে অচলাস্থা ভাঙেন জ্যাক গ্রিলিশ। ইংলিশ তারকার গোলে ১-০ তে এগিয়ে যায় ম্যানসিটি। ৩ মিনিট পরই সিটির হয়ে আরও এক গোল করেন আরলিং হালান্ড। ফলে ম্যানসিটির লিড হয় ২-০।

সেখান থেকে ম্যাচের পটপরিবর্তন করে দেন পিএসজির ওসুমানে ডেম্বেলে, ব্রাডলি বারকোলা, হুয়াও নেভিস ও গনকালো রামোস। একের এক ম্যানসিটির বুকে তীর বিদ্ধ করতে থাকেন তারা।

৫৬ মিনিটে গোল করেন ডেম্বেলে। বারকোলার ক্রস থেকে গোলটি করেন ফরাসি তারকা। ৪ মিনিট পর বারকোলা নিজেই গোল করে পিএসজিকে ২-২ সমতায় ফেরান।

৭৮ মিনিটে লিডে চলে যায় পিএসজি। গোল করেন নেভিস। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৯৩ মিনিটে ম্যানসিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন রামোস। এতে ব্যবধান ৪-২ করে পিএসজি।

ম্যানসিটির বিপক্ষে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে ২২তম স্থানে চলে গেছে পিএসজি। ৭ ম্যাচে তাদের জয় ৩টিতে, পয়েন্ট ১০। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে সিটি।

এমএইচ/এএসএম

Read Entire Article