নাটোরে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ২১ জানুয়ারি ২০২৫  

নাটোরে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই

নাটোরের লালপুর উপজেলায় দিনে-দুপুরে পিকআপ থামিয়ে ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লালপুর-বনপাড়া সড়কের উপজেলার ওয়ালিয়া বাজারের অদূরে ছিনতাই সংঘটিত হয়।

ছিনতাইয়ের শিকার সিংড়া উপজেলার পেট্টবাংলা গ্রামের শমসের ছেলে জামসেদ প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের জামাত আলীর ছেলে শামসুদ্দিন (৩৮)।

জামশেদ প্রামাণিক জানান, কুষ্টিয়া, ঈশ্বরদী ও লালপুরে মাছ বিক্রি করে পিকআপ যোগে গোপালপুর হয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পথে ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেল যোগে দুই অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে পিকআপের চাবি ছিনিয়ে নেয়। এরপর চাকু দিয়ে জিম্মি করে ভয় দেখিয়ে তাদের কাছে মাছ বিক্রির এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/আরিফুল/বকুল

Read Entire Article