নিজের পাতা ফাঁদেই প্রাণ গেল কৃষকের

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজবাড়ীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেছে মোতালেব সরদার (৭২) নামে এক কৃষকের।

সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে মোতালেব বিদ্যুৎ সংযোগ দিয়ে খোলা তার টাঙিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিলেন। তিনি রাতে বিদ্যুৎ চালু করতেন এবং সকালে বিচ্ছিন্ন করে রাখতেন। তবে রোববার (১৩ অক্টোবর) রাতে বিদ্যুৎ সংযোগ চালু করার পর, সোমবার সকালে সেটি বিচ্ছিন্ন করতে ভুলে যান। ফলে সকালে ধানক্ষেতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান এর সত্যতা নিশ্চিত ক‌রে জানান এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


রুবেলুর রহমান/জেডএইচ/

Read Entire Article