পাবনায় মদপানে প্রাণ গেলো দুই বন্ধুর

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পাবনার ভাঙ্গুড়ায় মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৪) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৯)। তারা দুই বন্ধু ছিলেন।

এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন। তাদের হাসপাাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দে ৫ বন্ধু সোমবার রাতে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে হৃদয় চৌধুরী রাত ১০টার দিকে মারা যান। গুরুতর অসুস্থ রবীন ঘোষকে রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উজ্জ্বল হোসেন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর রবীন ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, রাতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত মদপানে না বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল শেষে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/এফএ/জিকেএস

Read Entire Article