ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ট্রাকচালকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানার এক এসআই ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপ-পরিদর্শক (এসআই) শুক্কুর, কনস্টেবল জাহিদ ও নিরবকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ফেনী শহরের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী বলেন, সোমবার সকালে ঢাকায় চলে যাবো। তাই রাতে বন্ধুরা মিলে একসঙ্গে বসে দোয়েল চত্বর এলাকায় চা খাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটি বাঁশ ভর্তি ট্রাক শহীদ মিনার এলাকায় দাঁড়ায়। এসময় সড়কে পুলিশের সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশার একচালক ওই ট্রাক চালকের কাছ থেকে কিছু একটা নিয়ে আসে। বিষয়টি সন্দেহ হলে আমি ও আমার বন্ধুরা অটোরিকশা চালককে জিজ্ঞেস করলে প্রথমে তিনি অস্বীকার করেন। একপর্যায়ে তিনি স্বীকার করে বলেন, পুলিশের কথামতো তিনি ট্রাক চালকের কাছ থেকে চা খাওয়ার কথা বলে ২০০ টাকা নিয়েছেন।
রিজভী বলেন, এক পর্যায়ে স্থানীয় জনতা শহীদ মিনার এলাকায় পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে তাদের আটকে রেখে চাঁদাবাজির বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমাকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থলে আসেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতে তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, শহীদ মিনার এলাকায় চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
জানতে চাইলে এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস