বিমানের প্রথম নারী পরিচালক হলেন তাসমিন দোজা

1 day ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রথম নারী হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন তাসমিন দোজা। এর আগে তিনি বিমানের ট্রেনিং ফ্লাইট অপারেশন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার (১৪ অক্টোবর) এক অফিস আদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন্স পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক এ নারী বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে ফ্লাইং লাইসেন্স লাভ করেন। তিনি ফকার-২৮ এ প্রশিক্ষক পাইলট, বোয়িং-৭৩৭ এর ফ্লিট প্রধান ও প্রশিক্ষক এবং বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এমএমএ/এমএএইচ/জেআইএম

Read Entire Article