মালয়েশিয়ায় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে হাইকমিশন

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে খেলতে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবর্ধনার আয়োজন করে হাইকমিশন।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান এবং তার সহধর্মিণী প‍্যান্ডোরা চৌধুরী ক্রিকেটারদের সাদর অভ্যর্থনা জানান। বাংলাদেশ দলের ১৮ জন ক্রিকেটার ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদীনসহ কোচিং স্টাফের সদস্য, মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সৈয়দ আজিজ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা তাদের সহধর্মিণীসহ সংবর্ধনায় উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে হাইকমিশন

তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে হাইকমিশনার বলেন, ক্রিকেট বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে এবং বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সেতুবন্ধের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। এ সময় তিনি বাংলাদেশের জুলাই-আগস্ট গণ-অভ‍্যুত্থানে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন এবং এর মধ‍্য দিয়ে জন্ম নেওয়া নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় তরুণদের অধিকতর ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্রীড়াক্ষেত্রে, বিশেষত মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নানা উদ্যোগ নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘বাংলাদেশ ব্র‍্যান্ডিং’ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের সফল অংশগ্রহণ এদেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবশেষে তিনি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য কামনা করেন।

ক্রিকেট দলের ক‍্যাপ্টেন সুমাইয়া এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন এবং বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেটারদের সম্মানে সংবর্ধনা আয়োজনের জন্য তারা হাইকমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবর্ধনা শেষে সকলে অংশ নেন নৈশভোজে।

এমআরএম/জিকেএস

Read Entire Article