ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ২২:১৬, ২২ জানুয়ারি ২০২৫ আপডেট: ২২:১৭, ২২ জানুয়ারি ২০২৫
চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাবেন ৮৭ হাজার ১০০ জন। তাদের বহন করবে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
হিজরি ১৪৪৬/২০২৫ সালের হজযাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ ও সৌদি আরবের তিনটি এয়ারলাইন্সের অনুকূলে হজযাত্রী কোটা বরাদ্দ দিয়ে বুধবার (২২ জানুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করতে যাচ্ছেন।
ধর্ম মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিবন্ধিত হজযাত্রীর ৫০ শতাংশ অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন পরিবহন করবেন। অন্যদিকে, সৌদিয়া এয়ারলাইন্স পরিবহন করবে ৩০ হাজার ৪৮৫ জন হজযাত্রী, যা নিবন্ধিত হজযাত্রীর ৩৫ শতাংশ। বাকি ১৫ শতাংশ অর্থাৎ ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স।
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ