ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় নিজের ও তার মা আয়েশা আক্তারের পক্ষে সাফাই সাক্ষ্য শেষ করেছেন আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এ সাক্ষ্য দেন তিনি।
এরপর আদালত সাফাই সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করেন এবং যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করেন। নিয়ম অনুযায়ী যুক্তিতর্ক উপস্থাপনের এ ধাপটি শেষ হলেই রায় ঘোষণা করা হবে।
এর আগে গত ৫ মার্চ আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসামিরা নিজেদের ‘নির্দোষ’ দাবি করে ন্যায়বিচার চান।
আদালত সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ মামলাটিতে আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আদালত তাদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। এসময় তারা নিজেদের ‘নির্দোষ’ দাবি করে ন্যায়বিচার চান।
সাফাই সাক্ষ্য দেবেন কি না জানতে চাইলে আসামিরা জানান, তারা সাফাই সাক্ষ্য দেবেন। পরে আদালত ১০ মার্চ থেকে সাফাই সাক্ষ্য শুরুর তারিখ ধার্য করেন।
গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরার আবেদন করলে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ফলে মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করা হয়।
২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলা করেন।
২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এমআইএন/এমকেআর/এএসএম