ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে আছে। এতে সুপেয় পানি নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে ২৪টি পরিবার। বিদ্যুতের প্রি-প্রেইড মিটার স্থাপন করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ধরনা দিলেও এসব সমস্যার সমাধান হয়নি।
সরেজমিন দেখা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া এলাকার আশ্রয়ণ প্রকল্পে ২৪টি পরিবার বসবাস করে। তাদের নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য তিনটি গভীর নলকূপ বসানো হয়েছে। তবে সেই নলকূপ থেকে পানি উঠছে না। ফলে পাশের নদী ও খালের পানি সংগ্রহ করে ব্যবহার করতে হচ্ছে তাদের। অনেক দূরে গিয়ে সংগ্রহ করতে হচ্ছে সুপেয় পানি।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শহিদুল্লাহ জাগো নিউজকে বলেন, ‘অনেক আশা নিয়ে আশ্রয়ণ প্রকল্পে এসেছিলাম। এখন চরম দুর্ভোগে পড়েছি। আশ্রয়ণের টিউবওয়েল থেকে পানি উঠছে না। অনেক দূর থেকে পানি সংগ্রহ করে আনতে হয়।’
আরেক বাসিন্দা মো. সোহেল বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে টিউবওয়েল বসানোর কিছুদিন পরই সমস্যা দেখা দিয়েছে। তিনটি টিউবওয়েল থেকে পানি না ওঠায় দৈনন্দিন কাজ ঠিকমতো করা যাচ্ছে না। ঘর বরাদ্দ দেওয়ার সময় বিদ্যুৎ সংযোগের সঙ্গে ছিল নরমাল মিটার। আমরা অসহায় বলে বিদ্যুৎ অফিসের লোকজন জোর করে আগের মিটার বাদ দিয়ে প্রিপেইড মিটার লাগিয়েছেন। এতে দুর্ভোগে পড়েছি।’
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনব শারমিন জানান, আশ্রয়ণ প্রকল্পে পানির সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আরও কয়েকটি টিউবওয়েল স্থাপন করতে পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মিটার পরির্বতন করা হবে বলেও জানান তিনি।
রাজীবুল হাসান/এসআর/এমএস