কালো রঙের গাড়ি মানুষ কেন বেশি কেনে?

7 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কালো কাপড় একটা আলাদা ইমেজ তৈরি করে ফ্যাশনে। তেমনি কালো গাড়িও তাই। বড় ব্র্যান্ডগুলোও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নানান এডিশনে কালো গাড়ি আনছে বাজারে। আসলে কালো রঙের গাড়ি যখন রাজপথ ধরে ছোটে, তখন সেটিকে দেখতে আলাদা রকমই আকর্ষণীয় লাগে। তাই বেশিরভাগ মানুষই কালো রঙের গাড়ি কিনতে পছন্দ করেন।

মূলত দেখতে ভালো লাগার কারণেই বেশিরভাগ মানুষ কালো গাড়ি কেনেন। তবে কালো রঙের গাড়ি কেনার কিছু সমস্যাও রয়েছে। যা গাড়ির ক্রেতাদের আগে থেকেই জেনে রাখা উচিত। নাহলে গ্রাহকদের পরে নানান সমস্যায় পড়তে হতে পারে।

গরমে ওভারহিটিং

কালো রং বেশি পরিমাণে সূর্যরশ্মি শোষণ করে নিতে পারে। এ কথা তো সবাই জানেন। আর কালো রঙের গাড়ি যেহেতু সূর্যের আলো অতিরিক্ত পরিমাণে শোষণ করে নেয়, তাই গরমের দিনে গাড়ির ভেতরের তাপমাত্রাও অনেকটাই বেড়ে যায়। ফলে গরমের মরশুমে গাড়ির ভেতরে থাকা এয়ার কন্ডিশনারকেও গাড়ির ভেতরটা ঠান্ডা করতে যথেষ্ট বেগ পেতে হয়। এজন্য সেই সময় ফুয়েল কনজাম্পশনও অনেকাংশে বৃদ্ধি পায়।

ধুলা-ময়লা বেশি দৃশ্যমান হয়

এমনিতে ব্যবহার করতে করতে গাড়ির গায়ে ধুলা-বালি লেগে যায় আর কালো রঙের গাড়ির গায়ে ধুলা-ময়লা বেশি পরিমাণে দৃশ্যমান হয়। তাই তা সময়ে সময়ে পরিষ্কার করতে হয়। সেই কারণে গাড়ির রক্ষণাবেক্ষণের উপর অনেকটাই টাকা খরচ হয়ে যায়।

স্ক্র্যাচ এবং গাড়ির দাগ দৃশ্যমান হয়

গাড়ির রং কালো হলে শুধু ধুলা-ময়লা, কাদা দৃশ্যমান হয় না, সেই সঙ্গে কালো রঙের গাড়ির গায়ে থাকা ছোটখাটো স্ক্র্যাচ বা আঁচড়ের দাগও বেশি পরিমাণে দৃশ্যমান হয়। যা গাড়ির সৌন্দর্য আর আকর্ষণীয়তা নষ্ট করে দিতে পারে।

রঙ ফিকে হয়ে যাওয়া

দীর্ঘ সময় ধরে সূর্যের আলোয় থাকা কিংবা চলাচল করার ফলে গাড়ির কালো রং কিন্তু ফিকে হয়ে আসতে পারে। ফলে নতুন গাড়িটিকেও পুরোনো বলে মনে হতে পারে। তবে এখন অনেক ভালো মানের গাড়ি আসছে বাজারে যেগুলোর রং বেশ টেকসই হয়।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

Read Entire Article