ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৪৭, ১৮ মার্চ ২০২৫
প্রতীকী চিত্র
দেশের খাদ্য মজুদ বাড়াতে ২০২৪-২০২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৯ এর আওতায় ৫০ হাজার (+৫%) মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মঙ্গলবার (১৮মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য মজুদ বৃদ্ধি করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে ৫০ হাজার (+৫%) মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৭টি দরপত্র জমা পড়ে। ৭টি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ভারত ভিত্তিক মেসার্স পাত্তাভি অ্যাগ্রো ফুডস লি. এই চাল সরবরাহ করবে। প্রতি মে.টন চালের দাম ৪২৯.৫৫ মা.ডলার হিসেবে ৫০ হাজার মে.টন চাল ক্রয়ে ব্যয় হবে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মা.ডলার।
চলতি অর্থবছরে চালের মোট চাহিদা ৩৯.৭৮ লাখ মে.টন। এর মধ্যে আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯ লাখ মে.টন। ইতোমধ্যে ক্রয় চুক্তি সম্পাদন হয়েছে ৬.৫০ লাখ মে.টন।
ঢাকা/হাসনাত/টিপু