গাইবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৮ মার্চ ২০২৫  

গাইবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধায় ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিষা শেখ নামে পঁচাত্তর বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৭ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে বিষা শেখকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত বিষা শেখ হরিচন্ডিপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে। 

এর আগে, সোমবার দুপুর ২টার দিকে হরিচন্ডিপুর গ্রামে নিজের জমিতে ওই শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিষা শেখ। 

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘‘শিশুটির বয়স ১০ বছর। স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দুপুরে শিশুটিকে কৌশলে ডেকে নেয় বিষা শেখ। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি শিশুর পরিবার ও স্থানীয়রা জানতে পেরে আমাদের খবর দেন। আমরা অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি।’’

‘‘জিজ্ঞাসাবাদে বিষা শেখ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটি বর্তমানে মা ও বাবাসহ থানায় পুলিশ হেফাজতে রয়েছে।’’ বলেন হাফিজুর রহমান। 

আজ মঙ্গলবার সকালে শিশুটির ডাক্তারী পরীক্ষার হবে বলেও জানান তিনি।  

এ দিকে, ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলছেন, একজন বৃদ্ধ ব্যক্তির দ্বারা শিশু ধর্ষণের ঘটনা কোনভাবে মেনে নেওয়া যায় না। এ ধরনের  অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য অভিযুক্তের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। 

মাসুম//

Read Entire Article