নবায়নযোগ্য জ্বালানি মিলবে সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলে

9 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মালিকানাধীন ৬০০ একর জমিতে ‘গ্রাউন্ড মাউন্টেড সোলার ভিপি (১০০-২০০ মেগাওয়াট) নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের একটি প্রস্তাবে’ নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
 
মঙ্গলবার (১৮ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মীরসরাই এবং ফেনীর সোনাগাজী উপজেলার বেজার মালিকানাধীন প্রায় ১৭ হাজার একর জমিতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলমান। 
 
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনৈতিক অঞ্চল বিনির্মাণ এবং টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে বেজা কর্তৃক জাতীয় অর্থনৈতিক অঞ্চলে পিপিপি পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
এ লক্ষ্যে প্রাথমিকভাবে শিল্পাঞ্চলের সোনাগাজী অংশে উক্ত প্রকল্পের জন্য ৬০০ একর স্থান নির্ধারণ করা হয়েছে। এ অবস্থায়, ‘প্রকিউরমেন্ট গাইড লাইন ফর পিপিপি প্রজেক্ট, ২০১৮ প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’ ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়।
 
জানা গেছে, নীতিগত অনুমোদনের পর ফিজিবিলিটি স্টাডি সম্পাদনের মাধ্যমে প্রস্তাবিত প্রকল্পের কারিগরি ও আর্থিক বিষয়সমূহ চূড়ান্ত করা হবে এবং পিপিপি গাইডলাইন অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি অংশীদার নির্বাচন করা হবে। সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখন পর্যন্ত বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতের পরিমাণ ১ হাজার ৫৫০ দশমিক ৫৬ মেগাওয়াট।
 
এমএএস/ইএ

Read Entire Article