গাজায় যুদ্ধবিরতির মধ্যে ভয়াবহ হামলায় রাশিয়ার উদ্বেগ

7 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। জানুয়ারিতে যুদ্ধবিরতির পর অবরুদ্ধ এলাকাটিতে হামলা চালিয়ে নতুন করে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পরিস্থিতির অবনতি আরও উত্তেজনারই অংশ। এটি আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাজুড়ে ইসরায়েলের হামলায় অন্তত ৩২৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তবে এই হামলা থেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। নতুন করে গাজার কিছু এলাকা খালি করারও নির্দেশনা জারি করেছে দখলদার বাহিনী।

যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ৫৭৭ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১২ হাজার ৪১ জন আহত হয়েছেন।

হামলায় অনেক শিশু প্রাণ হারিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে পদক্ষেপ নেবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় ১ হাজার ১৩৯ জন নিহত হয়। এছাড়া দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

সূত্র: এএফপি

এমএসএম

 

 

Read Entire Article