‘ডাকাতি’ করতে এসে আটক ২

8 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৮ মার্চ ২০২৫  

‘ডাকাতি’ করতে এসে আটক ২

আটককৃত দুই ডাকাত

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতি করতে আসা দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।

সোমবার (১৭ মার্চ) রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি এমএ বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত রবিবার মধ্যরাতে একই গ্রামের মামুনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেসময় ডাকাতরা ওই বাড়ি থেকে চার ভরি স্বর্ণ, পাঁচটি মোবাইল ও নগদ ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিলে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ডাকাতরা। 

এলাকাবাসী জানান, সোমবার রাত দেড়টায় দিকে ডাকাত দল আবারো এলাকায় এসেছে এমন খবর পেয়ে মোবাইল ও অনলাইনে সবাইকে সতর্ক করা হয়। এলাকাবাসী পরে ডাকাত দলের দুই সদস্য জাহের আলী (৪৭) ও ইমন মিয়াকে (২৪) আটক করে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। তারা সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের বাসিন্দা। জিজ্ঞেস করলে দুইজনই স্বীকার করেন, গত রবিবার রাতে মামুনের বাড়িতে তারাই ডাকাতির করেছিলেন। এলকাবাসী পরে তাদের সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করে। 

সোনারগাঁ থানার ওসি এমএ বারী বলেন, “ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে আটক করে থানায় আনা হয়েছে। পুলিশের একটি বিশেষ টিম ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছে। আইনানুগ কার্যক্রম শেষে আটককৃতদের আদালতে পাঠানো হবে।”

ঢাকা/অনিক/মাসুদ

Read Entire Article