ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

4 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৮ মার্চ ২০২৫  

ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরায় মীরপাড়া সিএনজি পাম্পের সামনে বাসের ধাক্কায় মোহাম্মদ ওবায়দুর রহমান (২৭) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে । পরে পথচারীরা আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী জীবন মিয়া জানান, ডেমরা মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় ওয়াসিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাইককে পিছন থেকে ধাক্কা দেয় এতে রাস্তার পাশে পড়েগিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত জানান।

নিহতের ভাই মোহাম্মদ কেফায়েতুল্লাহ আজ সকাল সোয়া ১০ টার দিকে ( মেক) হাসপাতা লের  জরুরি বিভাগে এসে বর ভায়ের লাশ সনাক্ত করেন। তিনি বলেন, “আজ সকালে যাত্রাবাড়ী বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। পরে আমরা ট্রাফিক পুলিশ সার্জেন্টের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে ভাই এরা লাশ শনাক্ত করি। আমাদের বাসা যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সিবাড়ি এলাকায়। আমাদের বাবা মুন্সী আব্দুর রউফ।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/বুলবুল/টিপু 

Read Entire Article