ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ফাইনালের আগে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে আনে ফরচুন বরিশাল। স্বাভাবিকভাবেই সবাই ধরেই নিয়েছিলো, চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে নিশামকে খেলাবে বরিশাল। নাহলে এক ম্যাচের জন্য আনা হবে কেন?
কিন্তু অবাক করা ব্যাপার হলো, নিশামকে ফাইনালের একাদশে রাখেনি বরিশাল। আগের ম্যাচের চার বিদেশি ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি আর মোহাম্মদ আলিই আছেন একাদশে।
সম্ভবত পাকিস্তানি পেসার মোহাম্মদ আলির বদলে নিশামকে খেলানোর পরিকল্পনা ছিল বরিশালের। কিন্তু আলি সবশেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে একাদশে জায়গা নিশ্চিত করে ফেলেছেন।
এমএমআর/আইএইচএস/