পিরোজপুরে সাবেক মন্ত্রী ও আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২৫  

পিরোজপুরে সাবেক মন্ত্রী ও আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের কার্যলয় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মন্ত্রী ব্যারিষ্টার শ.ম রেজাউল করিমসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। একইসঙ্গে তারা নাজিরপুর শহীদ মিনারের সামনে অবস্থিত আওয়ামী লীগের কার্যলয়ে ভাঙচুর চালান। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি রাত থেকে শুক্রবার (৭ জানুয়ারি) ভোর ৪টা পর্যন্ত হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ক্ষমতাচুত্য শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন স্ট্যান্ডে একত্রিত হন বিক্ষুব্দ জনতা। তারা শ.ম রেজাউল করিমের উপজেলা সদরের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেন। পরে তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের বাড়ি, মন্ত্রী শ.ম রেজাউল করিমের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীনের উপজেলা সদরের বাজারের ভেতরের বাড়ি ও উপজেলার কালিবাড়ির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চলান।

বিক্ষুব্দ জনতা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কন্তি বিশ্বাসের কালিবাড়ির বাড়িতে অগ্নিসংযোগ এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমীন শেখের দোকান ও বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। 

ঢাকা/তাওহিদুল/মাসুদ

Read Entire Article