বগুড়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

5 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বগুড়ায় এক নারীকে হত্যার দায়ে হাবিব মণ্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) পি এম তারিকুল ইসলাম সাচ্চু জানান, জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে দণ্ডিত হাবিব মণ্ডলকে আরও তিনমাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেছেন।

দণ্ডিত হাবিব মণ্ডল বগুড়ার সোনাতলার রাখালগাছি এলাকার মৃত তোফাজ্জল মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, হাবিব মণ্ডলের দুই স্ত্রী রয়েছে। তারপরও তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাটের আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। হাবিব ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে জয়তারা বেগমকে সোনাতলা রেলওয়ে স্টেশনে ডেকে আনেন। সেখান থেকে হাবিব তার বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতেই হাবিবের দুই স্ত্রীর সঙ্গে জয়তারার ঝগড়া হয়।

একপর্যায়ে জয়তারাকে মাঠে ডেকে নিয়ে যান হাবিব এবং সেখানে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে জয়তারাকে গলা টিপে হত্যা করে মরদেহ মাঠেই ফেলে রেখে পালিয়ে যান হাবিব।

এ ঘটনার দুদিন পর জয়তারার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জয়তারা বেগমের বড় ভাই দুলু ব্যাপারী বাদী হয়ে মামলা করেন। পুলিশ হাবিব মণ্ডলকে গ্রেফতার করলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

এসআর/এএসএম

Read Entire Article