মাদারীপুরে মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

3 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৮ মার্চ ২০২৫  

মাদারীপুরে মানবপাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরহাদ মাতুব্বর

মাদারীপুরের ডাসার উপজেলায় একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। ফরহাদ মাতুব্বর উপজেলার গোপালপুর গ্রামের মৃত হামিজউদ্দিন মাতুব্বরের ছেলে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম মঙ্গলবার (১৮ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরহাদ মাতুব্বর মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষকে লিবিয়া দিয়ে ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে। তাদের অনেকে লিবিয়ায় গিয়ে নিখোঁজ রয়েছেন। কেউ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরছেন। পরে ফরহাদ মাতুব্বরের নামে ভুক্তভোগী পরিবার ডাসার ও কালকিনি থানায় মামলা করেন। মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। গত রবিবার (১৬ মার্চ) বিকেলে র‌্যাবের একটি দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশে হস্তান্তর করে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, মানবপাচার ও দমন আইনের একাধিক মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/বকুল

Read Entire Article