লক্ষ্মীপুরে ২০ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

5 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার রামগতি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে ১৮ টি দোকান সম্পূর্ণ ও দুটি আংশিক পুড়ে গেছে। এর মধ্যে তেল-গ্যাস সিলিন্ডার, মুদি ও কাপড়ের দোকান রয়েছে।

লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাজারের ব্যবসায়ী মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মালামালসহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে দোকানগুলো পুড়ে গিয়ে প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে।

রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরমধ্যে ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া দুটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তার দোকানের তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ভয়াবহ এ আগুনের ছড়িয়ে পড়ে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

Read Entire Article