শক্তিশালী জোটের সন্ধান করছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

15 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ২০:৫৩, ১৭ মার্চ ২০২৫  

শক্তিশালী জোটের সন্ধান করছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্ব এবং অর্থনীতির উপর ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ মোকাবেলায় আরো শক্তিশালী জোটের সন্ধান করছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্স এবং যুক্তরাজ্যে তার প্রথম বিদেশ সফরের মাধ্যমে কার্নি তার জোট সন্ধান শুরু করেছেন। 

ট্রাম্পের নাম উল্লেখ না করেই কার্নি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার প্যারিসে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সংকটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করেছেন।

ম্যাক্রোঁ বলেছেন, “কানাডা অনন্য বন্ধু। শুল্কের চেয়ে ন্যায্য বাণিজ্য বেশি কার্যকর।” 

আর কার্নি খোলামেলাই বলেছেন কানাডার জন্য ‘নির্ভরযোগ্য মিত্রদের’ সাথে সম্পর্ক জোরদার করা গুরুত্বপূর্ণ।

২৫ শতাংশ শুল্ক আরোপ এবং কানাডাকে ৫১তম মার্কিন রাজ্য করার ট্রাম্পের বক্তব্য কানাডিয়ানদের ক্ষুব্ধ করেছে। দেশটির অনেকেই আমেরিকান পণ্য কেনা এড়িয়ে চলছে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের আলোকে কার্নির সরকার মার্কিন তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়টি পর্যালোচনা করছে।

কার্নির সফর প্রসঙ্গে টরন্টো বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক নেলসন ওয়াইজম্যান বলেন, “ট্রাম্প ফ্যাক্টরই এই ভ্রমণের কারণ। কার্নির অন্যান্য সমস্ত কিছুর চেয়ে ট্রাম্প ফ্যাক্টর বেশি গুরুত্বপূর্ণ।”

ঢাকা/শাহেদ

Read Entire Article