ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৫০, ১৮ মার্চ ২০২৫
স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ট্রিটেট ওয়াটার প্রাইমারি ডিস্ট্রিবিউশন পাইপলাইনস স্থাপনের ২টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৫১৩ কোটি ২৪ লাখ ১১ হাজার ৯২২ টাকা।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাব ২টিতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, ‘সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ফেজ-৩’-এর আওতায় ওয়াটার প্রাইমারি ডিস্ট্রিবিউশন পাইপলাইন স্থাপনের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ২টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। সে অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কো. লি. প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে একহাজার ৩৯ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৪৪৭ টাকা।
একই প্রকল্পের আওতায় কম্পোনেন্ট-৩.২ ট্রিটেট ওয়াটার প্রাইমারি ডিস্ট্রিবিউশন পাইপলাইনস স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হলে ৫টি দরপত্র জমা পড়ে। ২টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। এতে ব্যয় হবে ৪৭৩ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৪৬৪ টাকা।
ঢাকা/হাসনাত//