ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
স্থানীয় সরকার নির্বাচন করতে হলে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পাঠানো চিঠিতে এ কথা উল্লেখ করা হয়েছে।
‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কতিপয় সুপারিশের বিপরীতে নির্বাচন কমিশনের (ইসি) মতামত বা অভিমত প্রেরণ’ শিরোনামে এ সংক্রান্ত একটি চিঠি সোমবার (১৭ মার্চ) ঐকমত্য কমিশনের সহ-সভাপতির কাছে পাঠিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এবং লেজিসলেটিভ সংসদবিষয়ক বিভাগের সচিবের কাছেও পাঠিয়েছেন তিনি।
আরও পড়ুন
ইসি জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মেয়াদ চারমাস নির্ধারিত করে এ মেয়াদকালে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার প্রস্তাবের বিষয়ে ইসি বলছে, স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছরের মতো সময় প্রয়োজন।
এছাড়া এনআইডির জন্য পৃথক কমিশন গঠন, প্রার্থীকে অযোগ্য ঘোষণার বিধান, মনোনয়নপত্র, নির্বাচনী অপরাধে শাস্তির বিধান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, ইসি আর্থিক স্বাধীনতা, ইসির অপরাধের শাস্তি, ইসির আচরণ বিধি, ইসি সচিবালয় আইন সংশোধন সংক্রান্ত প্রস্তাবগুলোকেও হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে ইসি।
এমওএস/এমএএইচ/এমএস