হুতিদের হামলাকে ইরানের হামলা বলে বিবেচনা করা হবে: ট্রাম্প

7 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ২২:১৯, ১৭ মার্চ ২০২৫  

 ট্রাম্প

ইয়েমেনের হুতির আক্রমণের ব্যাপারে ইরানকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুতিদের হামলাকে ইরানে থেকে উদ্ভূত বলে বিবেচনা করা হবে। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এ হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প বলেন, হুথিদের সব আক্রমণ ‘ইরান থেকে উদ্ভূত এবং তাদের মাধ্যমেই সৃষ্টি।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হুতিদের যেকোনো আক্রমণ বা প্রতিশোধের জবাবে প্রচণ্ড শক্তি প্রয়োগ করা হবে এবং সেই শক্তি যে সেখানেই থামবে তার কোনো। নিশ্চয়তা নেই।”

তিনি অভিযোগ করে বলেন, তেহরান বিদ্রোহীদের ‘প্রতিটি পদক্ষেপের উপর নিয়ন্ত্রণ’ রাখছে এবং তাদের অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “এখন থেকে হুতিদের পরিচালিত প্রতিটি গুলি ইরানের অস্ত্র এবং নেতৃত্বের গুলি হিসাবে বিবেচিত হবে এবং ইরানকে দায়ী করা হবে এবং এর পরিণতি ভোগ করতে হবে, এবং সেই পরিণতি হবে ভয়াবহ!”

ঢাকা/শাহেদ

Read Entire Article