২০ দিনে ৪৫ হাজার শিক্ষার্থীকে ইফতার করালো ছাত্রশিবির

6 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ২০ দিনব্যাপী দারসুল কোরআন ও গণ-ইফতার সম্পন্ন হয়েছে। ‘মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ নামক দাওয়াহ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রতিদিন প্রায় ২০০০-২২০০ শিক্ষার্থী অংশ নেন। পুরো আয়োজনে সর্বমোট ৪০-৪৫ হাজার শিক্ষার্থীকে ইফতার করানো হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা।

শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রায় ১২০০ ছাত্রের উপস্থিতিতে দারসুল কোরআনের সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।

২০ দিনে ৪৫ হাজার শিক্ষার্থীকে ইফতার করালো ছাত্রশিবির

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, ২০ দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। কোরআন হচ্ছে হেদায়াতের আলোকবর্তিকা। এর মাধ্যমে শিক্ষার্থীদের জীবনে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ছেলেদের জন্য কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ এবং মেয়েদের জন্য ছাত্রী হলসমূহে এ আয়োজন করা হয়। এতে সংগঠনটির দেড়শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করেন।

প্রথম রমজান থেকে শুরু হওয়া এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, ভ্রাতৃত্ব এবং রমজানের মূল্যবোধকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন আয়োজকরা। আয়োজন নিয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।

আহমেদ জুনাইদ/এমএন/এমএস

Read Entire Article