ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলায় এক মা তার ১৭ দিন বয়সী কন্যাসন্তানকে পানির ট্যাংকে ফেলে হত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, তিনি পুত্রসন্তান আশা করছিলেন, কিন্তু কন্যাসন্তান জন্ম নেওয়ায় হতাশ হয়ে এই মর্মান্তিক কাজ করেন।
কোটওয়ালি থানার কর্মকর্তা নারায়ণ সিং জানিয়েছেন, অভিযুক্ত নারী আচকি দেবী (২২) গত রোববার তার নবজাতক কন্যাকে বাড়ির পানির ট্যাংকে ফেলে ঢাকনা বন্ধ করে দেন। এতে শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন>>
- ভারতে ইসরায়েলি পর্যটক ধর্ষণ, আতঙ্কে শহর ছাড়লো শত শত বিদেশি
- ভারতে দলিত কিশোরীকে ৫ বছর ধরে ধর্ষণ করে ৬০ জন
- ভারতে এবার ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
পুলিশ আরও জানায়, ঘটনার পর তিনি এক পরিচিতজনকে বিষয়টি জানান। পরে তার স্বামী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ওই নারীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে সোমবার তাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র: এনডিটিভি
কেএএ/