চবি সমাবর্তনে থাকতে পারবে মূল সনদ গ্রহণকারীরাও

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৮ মার্চ ২০২৫  

চবি সমাবর্তনে থাকতে পারবে মূল সনদ গ্রহণকারীরাও

আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে মূল সনদ গ্রহণকারীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্ল্যা পাটওয়ারী।

জানা গেছে, আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য পঞ্চম সমাবর্তনে মূল সনদ গ্রহণকারীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তীব্র সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে মূল সনদ গ্রহণকারীদের অংশগ্রহণের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চবি শিক্ষার্থীরা।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, “২০১১ সাল থেকে ২০২৩ পর্যন্ত যারা ইতোমধ্যে সার্টিফিকেট উত্তোলন করেছেন, তারাও পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। আবেদন ফরমে উত্তোলনকৃত সনদের কপি আপলোড করতে হবে। তাদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা।”

গত ১৩ মার্চ অনুষ্ঠিতব্য সমাবর্তন নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা মূল সনদ উত্তোলন করেছেন, তারা পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন না। 

ঢাকা/মিজান/মেহেদী

Read Entire Article