ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাজধানীর পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। তিনি একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
টিটি/এমআইএইচএস/এমএস