ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ক্রিকেটপ্রেমীদের জন্য শুরু হতে যাচ্ছে রোমাঞ্চে ভরা আরেকটি আইপিএল মৌসুম। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএল-২০২৫ আসরের। পরদিন রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। তবে এবারের আসরে শুধু দলের পারফরম্যান্স নয়, নজর থাকবে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির ঐতিহাসিক মাইলফলকের দিকেও।
ধোনির সামনে বিরল রেকর্ডের হাতছানি:
ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২৫ আইপিএলে যদি তিনি ৯টি ম্যাচ খেলতে পারেন, তাহলে হয়ে যাবেন প্রথম ক্রিকেটার, যিনি ৪০০টি টি-টোয়েন্টি, ৩৫০টি ওয়ানডে ও ৫০টি টেস্ট খেলেছেন।
বর্তমানে ধোনির ঝুলিতে রয়েছে ৩৯১টি টি-টোয়েন্টি ম্যাচ, সঙ্গে ৩৫০টি ওয়ানডে ও ৯০টি টেস্ট। টি-টোয়েন্টিতে ৪০০ ম্যাচ খেলার নজির থাকলেও, কেউই এতগুলো ওয়ানডে ও টেস্ট খেলার পর সেই মাইলফলক ছুঁতে পারেননি।
এই রেকর্ড গড়তে হলে আগামী ২৫ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ম্যাচে মাঠে নামতে হবে ধোনিকে, যা হবে চেন্নাই সুপার কিংসের এবারের নবম ম্যাচ। আর সেই মুহূর্তেই নতুন ইতিহাসের জন্ম দেবে ধোনির ক্যারিয়ার।
সেঞ্চুরি করলেই কোহলির অনন্য কীর্তি:
বিরাট কোহলি মানেই রেকর্ডের নতুন সংজ্ঞা। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই ৩৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ফলে ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামলেই তিন ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলা তৃতীয় ভারতীয় ক্রিকেটার হয়ে যাবেন।
তবে শুধু এই মাইলফলকই নয়, কোহলির সামনে রয়েছে অন্য এক ব্যাটিং রেকর্ড গড়ার সুযোগ। বর্তমানে তার টি-টোয়েন্টি শতকের সংখ্যা ৯টি— যার মধ্যে ৮টি এসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ও ১টি আন্তর্জাতিক ম্যাচে। আর মাত্র একটি শতক করলেই তিনি হবেন প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যার নামের পাশে ১০টি টি-টোয়েন্টি সেঞ্চুরি থাকবে।
২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম শতক হাঁকান কোহলি, যদি এই মৌসুমেও আরেকটি শতক করতে পারেন, তাহলে তিনি ক্রিকেট ইতিহাসে নিজের নাম আরেকটি সোনালি অধ্যায়ে লিখিয়ে ফেলবেন।
আইপিএল মানেই নতুন রেকর্ডের জন্ম। তবে এবারের আসরটি বিশেষ হতে চলেছে ধোনি ও কোহলির জন্য। অভিজ্ঞ ধোনি ও ফিটনেস আইকন কোহলির এই দুটি বিরল কীর্তি দেখার জন্য মুখিয়ে রয়েছে সমগ্র ক্রিকেটবিশ্ব। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে নতুন ইতিহাস গড়বেন এই দুই তারকা?