ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। যেকোনো নির্যাতনের ঘটনায় বিএনপি সবার আগে পাশে দাঁড়ায়।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করে এ কথা বলেন তিনি।
এসময় তিনি নির্যাতিত পরিবারটিকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া নিরাপত্তা ও পরিবারের ভরণপোষণে পাশে থাকার পাশাপাশি মামলা পরিচালনার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন।
আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভুক্তভোগী এ পরিবারের খোঁজ নিয়ে তাদের পাশে দাঁড়াতে এসেছি। অনেকেই এ পরিবারটির খোঁজ নিয়েছেন, তবে আমার মনে হয় সবার আগে তারেক রহমানই পরিবারটির সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নিহতের স্ত্রীকে তারেক রহমান বলেছেন, বোন আমি আপনার পাশে আছি, আমার দল আপনার পাশে আছে এবং সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। পরবর্তীতে তিনি আমাকেও কল করে এই পরিবারটির পাশে এসে দাঁড়ানোর জন্য বলেন।
তিনি আরও বলেন, যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটছে সেখানেই জাতীয়তাবাদী দল ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছ। আমরা দেশে থেকেও অনেক খবর পাইনা, কিন্তু আমাদের চেয়ারম্যান বিদেশে থেকেও ঠিকই বরগুনার এ ঘটনা জানতে পেরেছেন। জাতীয়তাবাদী দল সবসময়ই মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চায়।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমরাও তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। পরিবারটিকে হয়ত পুরোপুরি ভালো রাখা সম্ভব হবে না, কিন্তু আমরা নিশ্চিত করতে চাই যে তারা একেবারে অসহায় অবস্থায় থাকবে না।
নুরুল আহাদ অনিক/এমএন/এএসএম