ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৭:৫২, ১৮ মার্চ ২০২৫
দীর্ঘদিন ধরেই নিজের ছায়া হয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। রান পাচ্ছিলেন না ঠিকঠাক মতো। ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর পাঁচ ম্যাচেও ছিলেন নিষ্প্রভ। ২০, ০, ৩৭ ও ১২ করেছিলেন চার ইনিংসে। এক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তার রানে ফেরা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল।
সব উৎকণ্ঠা দূর করে বিকেএসপিতে আজ সেঞ্চুরির ফুল ফোটালেন আবাহনী লিমিটেডের অধিনায়ক। তার সেঞ্চুরিতে তারকাবহুল দল লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে আবাহনী লিমিটেড।
আগে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে ২৯২ রান করে। জবাব দিতে নেমে আবাহনী লিমিটেড ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। আবাহনীর জয়ের নায়ক শান্ত ১০৮ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করেন। তিনে নেমে দৃষ্টিনন্দন ইনিংস উপহার দিয়ে দলকে জেতান তিনি।
এছাড়া ওপেনিংয়ে জিসান আলম ৪৩, মোহাম্মদ মিঠুন ৩৪ এবং মুমিনুল হক ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষ দিকে ২৫ বলে ২টি করে চার ও ছক্কায় আবাহনীর জয়ের কাজটা আরো সহজ করে দেন মাহফুজুর রাব্বী।
এই জয়ে আবাহনী ৬ ম্যাচে ৫ জয় নিয়ে এখন টেবিল টপার। সমান ম্যাচে সমান জয় গাজী গ্রুপ ক্রিকেটার্সেরও। রান রেটে এগিয়ে গাজী গ্রুপকে পেছনে ফেলেছে আবাহনী।
লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটিং খারাপ হয়নি। তবে আরো বড় পুঁজি পাওয়ার সুযোগ ছিল। ইনিংসের মধ্যভাগে ধারাবাহিকভাবে একাধিক উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। দলের হয়ে সাইফ হাসান সর্বোচ্চ ৬৭ রান করেন। তার সঙ্গী ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে ২৪ রান।
এছাড়া ফিফটি পেয়েছেন মাহমুদুল হাসান জয়। ভালো করতে পারেননি সৌম্য ও আফিফ। তারা ধারাবাহিকভাবে করেন ২৭ ও ২৬ রান। জাকের আলী ও শেখ মাহেদী শেষ দিকে দ্রুত রান করে দলের রান তিনশর কাছাকাছি নিয়ে যান। জাকের ৩৫ বলে ৩৫ রান করেন ৩ চার ও ১ ছক্কায়। মাহেদী ১৯ বলে ৪ বাউন্ডারিতে করেন ২৮ রান।
আবাহনীর হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মোসাদ্দেক। নাহিদ ২ উইকেট পেলেও ১০ ওভারে ৭১ রান খরচ করেন। এছাড়া ১টি করে উইকেট নেন এসএম মেহরব ও রাকিবুল হাসান।
রূপগঞ্জের এটি ছয় ম্যাচে তৃতীয় হার। পয়েন্ট টেবিলে পাঁচে তাদের অবস্থান।
ঢাকা/ইয়াসিন/আমিনুল