ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই পাভেরুল রহমান শফিক খানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে রংপুর নগরীর নুরপুর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পাভেরুল রহমান মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাভেলুর রহমান। নির্বাচনে তিনি শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানের কাছে পরাজিত হন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি আতাউর রহমান।
তিনি বলেন, পাভেরুল রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জিতু কবীর/এসআর/এমএস