ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি পরার স্বপ্ন আপাতত থেমে গেলো ইতালির চতুর্থ বিভাগ লিগের খেলোয়াড় ফাহামিদুল ইসলামের। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে ছিলেন ওলবিয়া ক্যালসিওতে খেলা এই তরুণ ফরোয়ার্ড।
১০ মার্চ তিনি ইতালি থেকে সৌদি আরবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগও দিয়েছিলেন বাংলাদেশের ফেনীর এই তরুণ। তায়েফে হওয়া স্থানী ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোলও করেছিলেন। তবে মঙ্গলবার সকালে সৌদি থেকে ঢাকায় ফেরা দলে তিনি ছিলেন না।
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সৌদি আরবের ক্যাম্প শেষ হওয়ার পর সোমবারই ফাহামিদুলকে ‘না’ বলে দিয়েছেন। ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে ক্যাবরেরা ২৮ ফুটবলার নিয়ে ধরেছেন ঢাকার বিমান, ফাহামিদুলের গন্তব্য হয়েছে ইতালি।
মঙ্গলবার ঢাকায় ফিরে ক্যাবরেরা বলেছেন, ‘ফাহামিদুল অনেক প্রতিভাবান খেলোয়াড়। সে দলের সাথে এক সপ্তাহ অনুশীলন করেছে। এটা তার জন্য ভালো হয়েছে। জাতীয় দলে নেওয়ার জন্য তাকে আরো দেখতে হবে। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে। যে কারণে সে ইতালি ফিরে গেছে।’
ফাহামিদুল বাদ পড়ায় ক্যাবরেরার ক্যাম্পে এখন খেলোয়াড় আছেন ২৮ জন। আজ রাতেই যোগ দেওয়ার কথা আলোচিত হামজা চৌধুরীর। তিনি এলেই ক্যাম্পের পূর্ণতা পাবে। আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে টিম হোটেলে হামজার অফিসিয়াল প্রেসমিটে অংশ নেওয়ার কথা রয়েছে।
আরআই/আইএইচএস/